পোর্ট সুদানে আরএসএফ’র ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

সুদানের পূর্বাঞ্চলীয় শহর পোর্ট সুদানে সামরিক বিমান ঘাঁটি ও এর পার্শ্ববর্তী স্থাপনাগুলোর ওপর ড্রোন হামলা চালিয়েছে আধাসামরিক গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। রবিবার (৪ মে) দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনী জানায়, গোলাবর্ষণের ফলে ওসমান দিগনা বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুই বছরেরও বেশি সময় ধরে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) এবং আরএসএফের মধ্যে চলমান সংঘর্ষে পোর্ট সুদানে এটিই আরএসএফের প্রথম হামলা। রাজধানী খার্তুমে রক্তক্ষয়ী যুদ্ধ এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে পোর্ট সুদানকে এতদিন পর্যন্ত তুলনামূলক নিরাপদ স্থান বলে মনে করা হতো। শহরটি দেশের প্রধান বিমানবন্দর, সামরিক সদর দপ্তর ও সমুদ্রবন্দর হিসেবে গুরুত্বপূর্ণ।

ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার করেছে এসএএফ। সামরিক সূত্র জানায়, প্রেসিডেন্ট এর প্রাসাদ এবং সেনা কমান্ড সদর দপ্তরের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

এই হামলার কয়েকদিন আগেই আরএসএফ পশ্চিম কর্দোফান রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এল-নুহুদের নিয়ন্ত্রণ নিয়েছে। আরএসএফ পোর্ট সুদানে হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও শনিবার (৩ মে) দেওয়া এক বিবৃতিতে আল-নুহুদ দখলের বিষয়টি নিশ্চিত করেছে। তারা দাবি করেছে, এল-নুহুদ শহর দখলের একদিন পরেই পাশ্ববর্তী আল-খোয়াই শহরও দখল করেছে।

২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই সংঘাত এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২৪ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। জাতিসংঘের মতে, প্রায় ৩৩ লাখ শরণার্থী পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এছাড়া সুদানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এখন তীব্র খাদ্যসংকটে রয়েছে।