পুলিশ দেখে দৌঁড়ে পালালো ভুয়া র‌্যাব, আটক ২

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

পটুয়াখালীর লেবুখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় তল্লাশি চালিয়ে ভুয়া দুই র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের সঙ্গে থাকা র‌্যাবের তিনটি জ্যাকেট, দুটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, একই নম্বরের দুটি গাড়ির নাম্বার প্লেট ও ব্যবহৃত মোবাইল সেট।

আটকরা হলেন- আলামিন দুয়ারী পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে বাসিন্দা এবং তারেক ব্যাপারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার।

তারা দুজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবারে রাত সাড়ে ৯টার দিকে পায়রা সেতুর টোলপ্লাজার চেকপোস্টে পুলিশের একটি দল সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের পায়ের কাছে রাখা একটি ব্যাগের মধ্যে র‌্যাবের তিনটি জ্যাকেট, দুটি নকল পিস্তল, একটি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি দেখতে পায়। গাড়িতে চালকসহ মোট ৬ জন ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনজন দৌঁড়ে পালিয়ে যান এবং চালক প্রাইভেটকার নিয়ে দ্রুত চালিয়ে পালিয়ে যান।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে ডাকাতির উদ্দেশ্যে এ দলটি পটুয়াখালী জেলায় প্রবেশ করছিল। তাদের দেয়া নাম পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।নিজেস্ব প্রতিবেদক:

পুলিশ দেখে দৌঁড়ে পালালো ভুয়া র‌্যাব, আটক ২

পটুয়াখালীর লেবুখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় তল্লাশি চালিয়ে ভুয়া দুই র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় তাদের সঙ্গে থাকা র‌্যাবের তিনটি জ্যাকেট, দুটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, একই নম্বরের দুটি গাড়ির নাম্বার প্লেট ও ব্যবহৃত মোবাইল সেট।

আটকরা হলেন- আলামিন দুয়ারী পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নে বাসিন্দা এবং তারেক ব্যাপারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার।

তারা দুজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবারে রাত সাড়ে ৯টার দিকে পায়রা সেতুর টোলপ্লাজার চেকপোস্টে পুলিশের একটি দল সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালকের পায়ের কাছে রাখা একটি ব্যাগের মধ্যে র‌্যাবের তিনটি জ্যাকেট, দুটি নকল পিস্তল, একটি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি দেখতে পায়। গাড়িতে চালকসহ মোট ৬ জন ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনজন দৌঁড়ে পালিয়ে যান এবং চালক প্রাইভেটকার নিয়ে দ্রুত চালিয়ে পালিয়ে যান।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে ডাকাতির উদ্দেশ্যে এ দলটি পটুয়াখালী জেলায় প্রবেশ করছিল। তাদের দেয়া নাম পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।