পিলখানা হত্যাকাণ্ড: ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক বিডিআর জওয়ান গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

পিলখানা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক বিডিআর জওয়ান রেজাউল করিমকে (৪৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১২ মে) রেজাউলকে গ্রেপ্তারের বিষয়টি র‌্যাব-৭ এর (চান্দগাঁও ক্যাম্প) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউলের বাড়ি পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া এলাকায়।

র‌্যাব জানায়, রেজাউল পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানায় হওয়া একটি মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসমি। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। রোববার রাতে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফোর সিজন রেস্টুরেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজ্জাফর হোসেন বলেন, রেজাউলকে আটকের পর তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করে বিস্তারিত পরিচয় জানা গেছে। সে তথ্যগুলোর সাথে ফাঁসির পরোয়ানার তথ্য মিল ছিল। গ্রেপ্তারের পর তাকে পরোয়ানামূলে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর। তাতে ১৫২ জনের ফাঁসি, ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।

২০১৭ সালের ২৭ নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে। তাতে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে। আরো ২২৮ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা, খালাস পান ২৮৩ জন। হাইকোর্টের রায়ের আগে ১৫ জনসহ সব মিলিয়ে ৫৪ জন আসামি মারা গেছেন। হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন।