
ক্রীড়া ডেস্ক:
সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যেতে পারে আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। আসরের শেষ ধাপে খেলার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন তিনি। গণমাধ্যমে যা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘মিরাজ পিএসএল খেলার এনওসি চেয়ে আবেদন করেছেন। এখন বোর্ড সিদ্ধান্ত নিবে।’
পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স মিরাজকে নিতে পারে বলে শোনা যাচ্ছিল। লাহোর কালান্দার্স নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এখনো কিছু জানায়নি মিরাজের ব্যাপারে। যদিও মিরাজ কোন দলের হয়ে খেলতে পারেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
জাতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডে নেই মিরাজ। ফলে তার পিএসএলে অংশগ্রহণে কোনো ঝামেলা দেখছে না বিসিবি। বোর্ডও বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে জানা গেছে।
চলতি আসরের শুরুতে পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে ইনজুরির কারণে এক ম্যাচও না খেলেই দেশে ফেরেন লিটন। রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে পাঁচটি ম্যাচে অংশ নিলেও নাহিদ পাননি মাঠে নামার সুযোগ। ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে গত ৯ মে আসর স্থগিত হলে, বিশেষ ব্যবস্থায় দেশে ফেরানো হয় এই দুই ক্রিকেটারকে। বর্তমানে তারা জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন এবং পিএসএলে আর অংশ নিচ্ছেন না।
এই অনুপস্থিতির সুযোগেই লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার ডাক পান সাকিব আল হাসান। শনিবার রাতে পেশোয়ারের বিপক্ষে লাহোরের হয়ে অভিষেকও হয়ে গেছে তার। এবার সেই একই দলে মিরাজকেও দেখা যেতে পারে বলে সম্ভাবনা জোরালো হয়েছে।