
ডেস্ক রিপোর্ট:
ভারতের হামলার জবাব দিতে শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (৭ মে) সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
তিনি জানান, গভীর রাতে ভারতীয় বিমান বাহিনীর হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত আটজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী এ হামলার জবাবে কঠোর ও সমন্বিত প্রতিক্রিয়া জানাচ্ছে বলে জানিয়েছেন আইএসপিআর প্রধান। দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি।
আহমেদ শরীফ বলেন, কাশ্মীরের পূর্ব আহমদপুর এলাকায় হামলায় পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। মুজাফফরাবাদে বিলাল মসজিদে হামলায় একটি শিশু আহত হয়েছে এবং মসজিদটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কোটলির আব্বাস মসজিদ এবং মুরিদকেতে আরও দুটি মসজিদে হামলা হয়েছে, যেখানে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। ভারতের হামলাকে কাপুরুষোচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।