
ডেস্ক রিপোর্ট:
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশে এক লাইনের বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
সামাজিক মাধ্যমে দেওয়া ওই বার্তায় জয়শঙ্কর বলেছেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ খবর এনডিটিভির।
এদিকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) রাতভর পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর গুলিতে তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদে মিসাইল হামলা চালায় ভারত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে জানান, পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দিতে শুরু করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
অন্যদিকে ভারত জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে দুটি মসজিদও রয়েছে। বুধবার ভোরের ওই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান।