পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কী কথা হলো রুবিও’র

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনার মধ্য দিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা নতুন করে শুরু হয়। ভারত এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নেয়। এরমধ্যে সিন্দু পানিবন্টন চুক্তি স্থগিতও রয়েছে। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়। যার মধ্যে সিমলা চুক্তি স্থগিতসহ, ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধ করে পাকিস্তান। তবে পাকিস্তান সিন্দু পানিবণ্টন চুক্তি স্থগিতকে যুদ্ধের শামিল হিসেবে ঘোষণা করে।

এরপর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে টানা প্রায় ১২ রাত ধরে গোলাগুলি হয়। এই গোলাগুলির জন্য উভয় দেশই একে অপরকে দোষারোপ করে। তবে গত মঙ্গলবার ভারত পাকিস্তান ও পাকিস্তানি কাশ্মীরসহ অন্তত নয়টি জায়গায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তারা এই অভিযানের নাম দেয় ‘অপারেশন সিন্দুর’।

শেষমেশ শনিবার (১০ মে) পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় তারা ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর বদলা হিসেবে ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু করেছে।

এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছে, রুবিও আজ শনিবার সকালে আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। তিনি ভারত ও পাকিস্তান—উভয় পক্ষকেই উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন।

এদিকে বিবিসি জানিয়েছে, মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সঙ্গেও কথা বলেছেন। এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার সময় উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রুবিও।