পাকিস্তানের গোলার আঘাতে ভারতের অতিরিক্ত ডেপুটি কমিশনার নিহত

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানের গোলার আঘাতে ভারত শাসিত কাশ্মীরের রাজৌরি জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শনিবার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওই পোস্টে ওমর আব্দুল্লাহ বলেন, শনিবার সকালে রাজৌরি শহরকে লক্ষ্য করে পাক বাহিনী গোলাবর্ষণ করেছে। এতে রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। আমরা জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার একজন নিষ্ঠাবান কর্মকর্তাকে হারিয়েছি।

তিনি আরও বলেন, শুক্রবার (৯ মে) থাপ্পা উপ-মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন এবং আমার সভাপতিত্বে একটি অনলাইন সভায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুতে শোক ও বিস্ময় প্রকাশের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তার আত্মার শান্তি কামনা করি।