
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাফর সিকদার মির্জাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় বাজারে ইট ও বালু বেচাকেনা করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে আন্দুয়া গ্রামে ইউপি সদস্য জাফর সিকদারের বাড়ির দরজা ভেঙে ৮ থেকে ৯ জন ঘরে ঢোকে। তারা দেশি অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আসবাবপত্র তছনছ করে ডাকাতেরা টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করে।
জাফর সিকদার প্রথম আলোকে বলেন, ‘রাত দুইটার দিকে মুখে কালো কাপড় বাঁধা ৮ থেকে ৯ জনের একটি দল ঘরে ঢুকে অস্ত্রের মুখে আমাকে ও স্ত্রীকে হাত-পা বেঁধে ফেলে। তারা ঘরের সবকিছু তছনছ করে। ডাকাতেরা ২ লাখ ৮৫ হাজার টাকা, সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার ও ৪টি মুঠোফোন লুট করে নিয়ে গেছে।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আজ রোববার ভোরে ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।’