পঞ্চগড়ে দেখা মিলল সূর্যের, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে ৬ দিন পর সূর্যের দেখা মেলায় জনজীবনে ফিরেছে স্বস্তি। তবে এখনও কমেনি শীতের তীব্রতা। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালেই দেখা মিলেছে সূর্যের। তবে কুয়াশা জড়িয়ে আছে প্রকৃতিতে। ৬ দিন পর সকালে সূর্যের দেখা মেলায় জনমনে ফিরেছে স্বস্তি। তবে মৃদু শৈত্যপ্রবাহে অনুভূত হচ্ছে কনকনে শীত

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, কয়েক দিন পর তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার (২৫ জানুয়ারি)সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে বলে জানান এ কর্মকর্তা।