নিয়ম আটকাতে পারল না, রেড কার্পেটে জ্বলে উঠলেন হ্যালি বেরি

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

এবারের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ‘মিশন ইমপসেবল— দ্য ফাইনাল রেকোনিং’-এর প্রিমিয়ারে অভিনেত্রী হ্যালি বেরি নতুন নিয়মের সঙ্গে তাল মিলিয়ে নজর কাড়লেন অনন্য এক স্টাইলে। শুরু থেকেই উৎসব কর্তৃপক্ষ এবার বেশ কিছু কড়াকড়ি নিয়ম চালু করেছে। যেমন অতিরিক্ত লম্বা ট্রেনযুক্ত গাউন বা অতিরিক্ত খোলামেলা পোশাক নিষিদ্ধ। ফলে বেরিকে শেষ মুহূর্তে তার পোশাক পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে।

এই নতুন পরিস্থিতিতে বেরি বেছে নেন ডিজাইনার সেলিয়া কৃতারিওতি-এর তৈরি একটি হাই-লো কাটের গাউন। এর উপরের অংশটি ছিল কালো রঙের স্ট্র্যাপলেস, আর নিচের অংশটি ছিল একটি পিঙ্ক জিঞ্জার প্রিন্টের ভলিউমিনাস স্কার্ট, যা ছিল হাঁটুর কিছুটা উপর পর্যন্ত।

জুতাগুলো ছিল কালো রঙের, পয়েন্টেড টো এবং উঁচু স্টিলেটো হিলে তৈরি। বিশেষ আকর্ষণ ছিল তার মুক্তার মতো চকচকে ডিজাইনের অ্যাঙ্কল স্ট্র্যাপ, যা তার লুকের মাঝে এনে দিয়েছে চমকপ্রদ ছোঁয়া। সাধারণত কান উৎসবের লম্বা গাউনের নিচে জুতো লুকিয়ে থাকে, কিন্তু বেরি এবার ব্যতিক্রমীভাবে জুতাকেই দারুণভাবে প্রদর্শন করলেন।

তার শরীরে ছিল পরিমিত গয়না, শুধু একটি ঝলমলে ওপাল রঙের স্টেটমেন্ট নেকলেস। মেকআপ ছিল উষ্ণ টোনে। ব্রোঞ্জ আইশ্যাডো, সফট ম্যাট লিপস্টিক এবং গালে হালকা কন্ট্যুরের ছোঁয়া। চুল ছিল হালকা কোঁকড়ানো প্লে-ফুল বব কাট, যা পুরো লুককে করে তোলে আরও তরতাজা ও আধুনিক।

গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।