নারী ক্রিকেট আরব আমিরাতের ‘পৌষ মাস’, যুক্তরাষ্ট্রের সর্বনাশ

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

২০১৫-২৯ চক্রের জন্য আইসিসির ওয়ানডে মর্যাদা পেল সংযুক্ত আমিরাতের নারী ক্রিকেট দল। তারা যখন পৌষ মাসের এই সুসংবাদটা পেল, তখন সর্বনাশের হতাশায় পুড়ছে যুক্তরাষ্ট্র। আইসিসির কাছ থেকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা ১৬টি। যে তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত হয়েছে আমিরাতের মেয়েরা। মার্কিনীদের বাদ পড়ার সুযোগে তারা আইসিসির সহযোগী দেশের তালিকায় নাম তুলেছে।২০১৫-২৯ চক্রের জন্য আইসিসির ওয়ানডে মর্যাদা পেল সংযুক্ত আমিরাতের নারী ক্রিকেট দল। তারা যখন পৌষ মাসের এই সুসংবাদটা পেল, তখন সর্বনাশের হতাশায় পুড়ছে যুক্তরাষ্ট্র। আইসিসির কাছ থেকে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলের সংখ্যা ১৬টি। যে তালিকায় থাকা যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত হয়েছে আমিরাতের মেয়েরা। মার্কিনীদের বাদ পড়ার সুযোগে তারা আইসিসির সহযোগী দেশের তালিকায় নাম তুলেছে।

গত মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ বাছাইপর্ব থেকে শীর্ষ দুটি দল টুর্নামেন্টটিতে জায়গা পেয়েছে। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের মেয়েরা টিকিট পেলেও, ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। ওই প্রতিযোগিতায় ক্যারিবীয়দের হারিয়ে স্কটল্যান্ড ছয় দলের মধ্যে চতুর্থ এবং পাঁচটি ম্যাচেই হারা থাইল্যান্ড ছিল সবার তলানিতে।

মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ২৯৯। শীর্ষ আটে কোনো পরিবর্তন হয়নি। যথাক্রমে অবস্থান করছে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। তবে শীর্ষ দশের শেষ দুটি অবস্থানে পরিবর্তন হয়েছে। বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১০ এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে আয়ারল্যান্ড।