ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পথচারীর ওপর উঠে গেল বাস, নিহত ২

চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়ক

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি:

 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। রোববার (১৮ মে) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালি রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাফর আলম (৫৫) ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজ পাড়ার বাসিন্দা আবদুল মালেক (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চকরিয়ার ফাঁশিয়াখালী রাস্তার মাথা এলাকায় পৌঁছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে বাসটি সেখান থেকে পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত হন আব্দুল মালেক। পরে একই বাসটি প্রায় দেড় কিলোমিটার দূরে পৌরসবা এলাকায় গিয়ে পৌর কাঁচা বাজারের নৈশপ্রহরী জাফর আলমকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন আহত দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়নুল আবেদীন বলেন, দুই পথচারীকে বাস ধাক্কা দেওয়ার পর একজনকে মৃত ও আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে আহত ব্যক্তিও হাসপাতালে আনার ৭ থেকে ৮ মিনিটের মধ্যে মারা যান। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাসের ধাক্কায় দুই ব্যক্তি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক-হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।