
ক্রীড়া ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল (শনিবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৯১ রানের পুঁজি গড়ার পর লিটন দাসের দল ২৭ রানের জয় তুলে নিয়েছে। অধিনায়ক হিসেবেও তার শুরুটা হলো জয় দিয়ে। যার মূল কৃতিত্ব সেঞ্চুরিয়ান ওপেনার পারভেজ হোসেন ইমনের। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একাই পার্থক্য গড়ে দিয়েছিলেন পারভেজ ইমন। ৫৪ বলে ১০০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করেই আগে ব্যাট করতে নেমে সফরকারী বাংলাদেশ ১৯১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আরব আমিরাতের ইনিংস থামে ১৬৪ রানে।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন ইমন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্রুততম ও দ্বিতীয় সেঞ্চুরিয়ান ইমন বলেন, ‘এটা আমার জন্য বিশেষ কিছু। প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। অবশ্যই এটা আমার কাছে বিশেষ কিছু। আমি শুধু উইকেট কাজে লাগিয়ে নিজের প্রক্রিয়া অনুযায়ী খেলেছি। নিজের পরিকল্পনা মাফিক খেলার চেষ্টা করেছি।’
স্বাগতিক আমিরাত ম্যাচ হারলেও, তাদের কক্ষপথেই রেখেছিলেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তিনি ৩৯ বলে ৫৪ রান করেন। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়াসিম বলেন, ‘আমরা ম্যাচ জিততে চেয়েছিলাম। মাঝখানে বেশি উইকেট হারিয়ে ফেলেছি। আসিফ (খান) ও রাহুল (চোপড়া) ভালো ইনিংস খেলেছে। ২০-২৫ রান বেশি দিয়েছি আমরা। ১৫০-১৬০ রানে আটকে রাখতে চেয়েছিলাম। শারজাহর কন্ডিশন আমরা জানি, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’