দূষণমুক্ত শহরের তালিকায় মস্কো প্রথম, ঢাকা কোথায়

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

বিশ্বের দূষণমুক্ত বায়ুর শহরের তালিকায় ‘পরিচ্ছন্ন বাতাস’ নিয়ে শীর্ষে আছে রাশিয়ার রাজধানী মস্কো। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৩ স্কোর নিয়ে বিশ্বের পরিচ্ছন্ন শহরের তালিকার শীর্ষে অবস্থানে করেছে মস্কো।

তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে নরওয়ের ওসলো শহর। ওসলোর বাতাসের স্কোর ১৪। অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘খুবই পরিচ্ছন্ন’। ১৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি। অপরদিকে চতুর্থ অবস্থানে থাকা মালয়েশিয়া শহরের কুচিঙ্গের স্কোর ১৬।

এদিকে একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের স্কোর ২১০, যা শহরটিকে দূষিত শহরের তালিকায় ৫ম অবস্থানে রেখেছে।

একিউআই স্কোর ০ থেকে ৫০ পরিচ্ছন্ন বায়ু হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।

১ থেকে ৫০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘দূষণমুক্ত বায়ু’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং সকল বয়সী নাগরিককেই ঘুরে বেড়ানোর পরামর্শ দেওয়া হয়। এই পরিবেশে সবাই স্বাচ্ছন্দে যে যার কাজ করতে পারবে খুব আরামে। ৫২ থেকে ৯৯ এর মধ্যে থাকা একিউআই ”কিছুটা অস্বাস্থ্যকর” বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য তুলনামূলক অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।