তিন লাখ টাকার জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় দিলো র্যাব
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

সাইফুল ইসলাম:
৩ লাখ টাকার জাটকা ইলিশ এতিমখানায় দিলো র্যাব
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চার মাছ বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ টাকার ২ হাজার ৭৭৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় দান করে। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন। জরিমানা করা ৪ মাছ বিক্রেতারা হলেন- আসাদ বেপারী (২০), নান্নু চৌকিদার (২২), সাগর হোসেন (২০) ও আলী হোসেন (২৪)। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন র্যাব-১০ এর উপ-পরিচালক (অপস অফিসার) আমিনুল ইসলাম।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রি করছেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে অভিযান পরিচালনা করে র্যাব-১০। এসময় জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৪ মাছ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ টাকার ২ হাজার ৭৭৯ কেজি জাটকা ইলিশ জব্দ করে তা এতিমখানায় দান করা হয়।