তরুণীর সঙ্গে ইয়ামালের মজার ঘটনা, পরিচয় দিলেন ‘রায়ান’ নামে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

ক্রীড়া ডেস্ক :
মাত্র ১৭ বছর বয়সেই বড় নাম হয়ে উঠেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। গতকাল (রোববার) রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে নিজে গোল করেছেন, করিয়েছেন সতীর্থকে দিয়ে। আর তাতে লস ব্লাঙ্কোসরা মৌসুমে চতুর্থবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে (৪-৩) হেরেছে। এর মাধ্যমে লা লিগার শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে কাতালানরা। এই ম্যাচের আগে মজার এক ঘটনার জন্ম দিয়েছেন ইয়ামাল।স্পেনের কোনো এক রাস্তায় হেঁটে যাওয়ার পথে এক তরুণী এসে ইয়ামালকে তার সঙ্গীদের সঙ্গে ছবি তুলে দিতে বলেন। প্রথমে স্প্যানিশ তারকাকে চিনতে পারেননি তারা। পরমুহূর্তেই তাদের আন্দাজ হয় তিনি আর কেউ নন, তাদেরই অন্যতম প্রধান ফুটবল তারকা লামিনে ইয়ামাল। পরিস্থিতি আঁচ করতে পেরে নিজের নাম লুকিয়ে ‘রায়ান’ বলে পরিচয় দেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, ক্যাপ পরিহিত ইয়ামাল রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে ছবি তোলার জন্য হাতে ফোন তুলে দেন এক তরুণী। একটু পরই ইয়ামালের মুখ দেখে তার সন্দেহ হয়। এরপর এগিয়ে জিজ্ঞেস করেন, ‘দয়া করে আপনার নামটা বলবেন?’ ছবি তোলার প্রস্তুতি নিতে নিতে ইয়ামাল পরিচয় লুকিয়ে নিজের নামটা বলেন, ‘রায়ান।’তার সেই পরিচয় বিশ্বাস হয়নি ওই নারীর। সে কারণে আবারও জিজ্ঞেস করে বলেন, ‘আর আসল নামটা?’ ইয়ামাল আবারও একই উত্তর দেন, ‘রায়ান।’ বিশ্বাস না হওয়ায় এ সময় পেছনে দাঁড়ানো নারীরা ‘না না’ করতে থাকেন। আর এর মধ্যেই কোনো একজনকে বলতে শোনা যায়, ‘ইয়ামাল।’ খ্যাতির বিড়ম্বনা এড়াতে ইয়ামালের সঙ্গে থাকা বাকিরা সেই তরুণীদের তাড়া দিয়ে বলেন, ‘ফটো, ফটো, ফটো! এখন নয়তো আর কখনও নয়।’ এরপর সেই নারীরা দল বেঁধে দাঁড়ালে ইয়ামাল ছবি তুলে দেন।
মজার এই ঘটনার ফুটেজ পরে লামিনে ইয়ামালের ভক্তরা সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছেন। সেখানে এক ভক্ত লিখেন– ‘কি দারুণ!’ আরেকজন হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘রায়ান ইয়ামাল।’ অন্য একজনের প্রশ্ন– ‘কেন তারা (পরিচয় জেনেও) আবার ছবি তুলতে বললো?’ আরও দুটি মন্তব্য পৃথক দুজনের মন্তব্য এরকম, ‘ভালোই নিজেকে লুকালে, রায়ান’, ‘লামিনে তুমি ভালোই কৌতুক-অভিনেতা।’
প্রসঙ্গত, ক্লাব ফুটবলে দারুণ এক মৌসুম কাটাচ্ছেন লামিনে ইয়ামাল। যদিও উড়ন্ত ছন্দ নিয়ে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে বড় সাফল্যের পথেই ছিলেন। কিন্তু তাদের স্বপ্নভঙ্গ হয় সেমিফাইনালে। তবে স্পেনের দুটি (সুপার কাপ ও কোপা দেল রে) ঘরোয়া শিরোপা জিতেছে হ্যান্সি ফ্লিকের কাতালান ক্লাবটি। লা লিগার শিরোপাও প্রায় নিশ্চিত। সবমিলিয়ে স্প্যানিশ এই তরুণ তারকা এই মৌসুমে ৪০টি গোলে অবদান রেখেছেন। যেখানে গোল ১৬ এবং অ্যাসিস্ট ২৪টি।