টাইব্রেকারে অ্যানফিল্ড স্তব্ধ করে কোয়ার্টারে পিএসজি

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে একের পর এক আক্রমণ করেও লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছিল পিএসজি।

এবার ঘরের মাঠ অ্যানফিল্ডে বল পায়ে ও গোলে শট নিয়ে কর্তৃত্ব করেছে লিভারপুল। তবে ডেম্বেলের গোলে ১-০ গোলে হারে অল রেডসরা।

মঙ্গলবার ম্যাচ দুই লেগ মিলিয়ে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও সমতায় শেষ হওয়ায় টাইব্রেকারে যায়। সেখানে ৪-১ গোলে জিতেছে পিএসজি।

লিভারপুল ঘরের মাঠে প্রথম তিন শটের দুটি মিস করে। পিএসজি চার শটেই গোল করে গ্রুপ পর্বে শীর্ষে থেকে নকআউটে আসা লিভারপুলকে বিদায় করে দিয়েছে।