
ক্রীড়া ডেস্ক:
আগের দিনের সঙ্গে এদিন জিম্বাবুয়ের ইনিংসে কোনো রান যোগ করতে দিলেন না তাইজুল ইসলাম। সফরকারী দলটিকে গুটিয়ে চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান। এখনও প্রথম ইনিংসে ১৫৮ রানে পিছিয়ে স্বাগতিকরা।
৬৬ বলে ৪০ রানে ব্যাট করছেন সাদমান ইসলাম, ৫১ বলে ২৯ রানে দলে ফেরা এনামুল হক বিজয়।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে।
দ্বিতীয় দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম। মুজারাবানি ২ রান করেন। ১৮ রানে অপরাজিত থাকেন উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা।
বাংলাদেশের তাইজুল ২৭ দশমিক ১ ওভার বোলিং করে ৬০ রানে ৬ উইকেট নেন। এছাড়া নাইম হাসান ২টি ও তানজিম হাসান ১টি উইকেট নেন।