জামায়াত কর্মী হত্যার এক যুগ পর মামলা, সাবেক দুই এমপিসহ আসামি ১১৩

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রায় জামায়াতে ইসলামীর এক কর্মীকে হত্যার ঘটনায় এক যুগ পর আদালতে মামলা হয়েছে। এ মামলায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোহরাব আলী ও আক্তারুজ্জামানসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।

নিহত জামায়াত কর্মী জাহিদুল ইসলামের স্ত্রী ছবিরন নেছা বৃহস্পতিবার বিকেলে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করতে কয়রা থানাকে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার আরজিতে বলা হয়, জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের বিরুদ্ধে ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি জামায়াতের উদ্যোগে কয়রা সদরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল প্রতিহত করতে তখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে হামলা হয়। হামলায় অন্তত ৩১ জন আহত হন। তাদের মধ্যে বাদীর স্বামী জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত ব্যক্তিদের হাসপাতালে নিতেও বাধা দেন আওয়ামী লীগের কর্মীরা।

মামলার ৫২ নম্বর আসামি কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন। তিনি বলেন, মামলায় উল্লিখিত ঘটনার সময় ‌আমি খুলনা জেলা শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। মামলায় আমার নাম থাকাটা বিব্রতকর।

মামলার বাদী ছবিরন নেছা জানান, তার স্বামী জাহিদুল ইসলাম দিনমজুর ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় জানতে পারেন তার স্বামী গুলিতে নিহত হয়েছেন। তখনকার সেই দুঃসহ স্মৃতি এখনো তিনি বয়ে বেড়াচ্ছেন। তাই তিনি এই হত্যার বিচারের দাবিতে মামলাটি করেছেন।

এ বিষয়ে জামায়াতের উপজেলা আমির মিজানুর রহমান বলেন, ঘটনার দিন শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ সশস্ত্র হামলা চালায়। এ সময় বহু নেতাকর্মী আহত হন। এর মধ্যে ঘটনাস্থলে একজন নিহত হন। সে সময় মামলা করার সাহস করেনি কেউ। এখন দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হওয়ায় ভুক্তভোগীর পরিবার হত্যার বিচার চেয়ে মামলা করেছে।

তিনি বলেন, আমরা বলেছি, মামলায় যাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারও নাম জড়ানো না হয়। কেউ যদি অপরাধে জড়িত থাকে, অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। কিন্তু কাউকে হেয়প্রতিপন্ন কিংবা হয়রানি করতে মামলায় আসামি করা উচিত নয়। এতে সুবিচার করার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়।