জামায়াতের অনুষ্ঠানের সন্তোষ শর্মা আলেম নির্যাতনে সরাসরি যুক্ত: মুফতি হারুন ইজাহার

নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

ফ্যাসিস্ট হাসিনা ২৪ এর গণঅভ্যুত্থানে চোরের মত লেজ গুটিয়ে পালানোর পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে একটি ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে হেফাজতে ইসলামের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহার দাবি করেছিলেন, জাতীয় দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা ইন্ডিয়ান ‘র’ এর এজেন্ট। শুধু এতটুকুই নয় সেই টকশোতে তিনি বলেছিলেন সন্তোষ শর্মা ফ্যাসিস্ট হাসিনার সাথে মিলে আলেমদের নির্যাতনে সরাসরি জড়িত ছিলেন। আর এই নির্যাতনের শিকার হন তিনি নিজেও।

তার এই বক্তব্যের পর দেশজুড়ে বিভিন্ন মহলে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এর মধ্যেই সম্প্রতি ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর একটি অনুষ্ঠানে দেখা মেলে সন্তোষ শর্মার। শুধু তাই নয় বর্তমান ছাত্র শিবির সভাপতির সাথে হাতে হাত মিলিয়ে কুশল বিনিময়ও করতে দেখা যায় তাকে। এসব ঘটনার পর স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে।

ইসলাম ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করা জামায়াতের অনুষ্ঠানে কেন বিতর্কিত সন্তোষ শর্মার মত কেউ, এমন আলোচনা এখন চলছে বিভিন্ন মহলে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে জামায়াতের অনুষ্ঠানে সন্তোষ শর্মার যোগ দেওয়ার ভিডিও পোষ্ট করেছেন। শুধু তাই নয় একটি জাতীয় দৈনিকের এই সম্পাদকের বিরুদ্ধে মামলার বিষয়টি সামনে এনে ফেসবুকেও একটি পোষ্ট করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস। এই পোষ্টে তিনি উল্লেখ করেন জামায়াত বা বিএনপির কেউ চাইলেও সন্তোষ শর্মাকে বাঁচাতে পারবে না। ইতিমধ্যে সন্তোষ শার্মার বিরুদ্ধে বেশ কিছু হত্যা মামলা দায়ের হয়েছে।

জামায়াতের অনুষ্ঠানে সন্তোষ শর্মাকে দেখতে পাওয়ার বিষয়টি সামনে আসার পর জামায়াতকে মোনাফেক আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোষ্ট করেছেন হারুন মাজহারও। আর একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘জামায়াত যদি ইচ্ছে করে সন্তোষ শার্মার মতো ‘র’ এর এজেন্টকে তাদের অনুষ্ঠানে দাওয়াত করে নিয়ে গিয়ে থাকে তাহলে তাদের ভারতের সাথে নিশ্চিত গোপন কোন সম্পর্ক রয়েছে।’

জামায়াতের সাথে সন্তোষ শর্মার কি সম্পর্ক বা ভারতের সাথে তাদের কি চলছে তা একমাত্র দলটির নেতারাই বলতে পারবে। তবে, ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করা একটি দলের এমন কর্মকান্ডে বেশ চটেছেন নেটিজেন থেকে শুরু করে সাধারণ নাগরিকরা।