ছুরিকাঘাতে কিশোর ইয়াসিন নিহত

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রমজান ও সানিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। তবে নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া বাসায় থাকত।

স্থানীয়রা জানান, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্ত এলাকার কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইয়াসিনকে অন্য কিশোররা ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।