
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে চারটি আন্তঃনগর ট্রেন চালুসহ আট দফা দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দাবি আদায়ের আজ বুধবার শান্তিপূর্ণ ট্রেন অবরোধের ঘোষণা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি সব আন্তঃনগর ট্রেন চলাচলের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া যমুনা নদীর রেল সেতুর নবনির্মিত ডাবল লাইন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন পর্যন্ত স্থাপন, পুরোনো রেললাইন সংস্কার ও সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণসহ যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা। চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন আধুনিকায়ন করা, চাঁপাইনবাবগঞ্জ, আমনুরা ও রহনপুর রেলওয়ের দখল করা জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করা। রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা করা। আমনুরা, নাচোল হয়ে রহনপুর রেলস্টেশন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সময় অনুযায়ী কানেক্টিং অথবা কমিউটার ট্রেন চালু করা। আমনুরা বাইপাস রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের ৫ মিনিটের যাত্রাবিরতি দেওয়া। আমনুরা রেলওয়ে জংশনকে আধুনিক জংশনে পরিণত করা। ঢাকা থেকে নাটোর, রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত দুই ধারের প্রশস্ত সার্ভিস লেনসহ ছয় লেন আধুনিক মহাসড়ক নির্মাণের দাবি জানিয়েছেন বক্তারা। সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত চার লেনের রাস্তাসহ রহনপুর ও সোনামসজিদ স্থল ও রেল শুল্ক স্টেশনকে আধুনিকায়ন করতে হবে।
সুজনের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনহা, সিনিয়র সহ-সভাপতি মাসিদুর রহমান প্রমুখ।
এর আগে ১ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। একই দিন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি ঢাকায় সংবাদ সম্মেলন করে একই দাবি জানায়। এ সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রেল অবরোধ কর্মসূচি পালিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। সুযোগ থাকা সত্ত্বেও ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্যমূলক মনোভাবের কারণে সে সুযোগ থেকেও বঞ্চিত চাঁপাইনবাবগঞ্জবাসী।