চমক বললেন, স্বামীকে রাজার মত গড়ে তুলেছি

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

গত বছরে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়ি পরে বিয়ে করেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিয়ের পরে স্বামী আজমান নাসির সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে দেখা যায়। এই দম্পতি এবার ঘুরতে গেছেন ভারতের আন্দামানে।

সম্প্রতি রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ঘুরতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাদের বেশ হাসিখুশি দেখা গেছে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, ওয়েস্টার্ন পোশাকে চমক ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন।

 

ক্যাপশনে স্বামীকে নিয়ে লিখেছেন, ‘সে এখন আগের মতো শুধু একজন মানুষ না, তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি। আমার প্রিয় তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখবো। পাশাপাশি একসঙ্গে থাকবো, একসঙ্গে নিশ্বাস নিবো।’

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন।

তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।