চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না
কর্মসূচিতে বক্তারা

চট্টগ্রাম প্রতিনিধি:
বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘চট্টগ্রাম সুরক্ষা কমিটি’ নামে একটি সংগঠন। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দর ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি করেন বক্তারা। সেইসঙ্গে বন্দরে আওয়ামী লীগের আমলের সব সিন্ডিকেট ভাঙতে সবাইকে এক হওয়ার আহ্বানও জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে নই। তবে যেটা চালানোর সক্ষমতা আমাদের দেশের আছে সেটা বিদেশিদের কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চট্টগ্রাম বন্দরের এনসিটি যে বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রয়োজনীয়তা কি? কারণ এনসিটি পরিচালনা করার সক্ষমতা আমাদের আছে। গত কয়েকবছর ভালো সফলতা দেখিয়েছে। বন্দরের ৫৫ থেকে ৬০ শতাংশ কার্যক্রম এই এনসিটির মাধ্যমে সম্পন্ন হয়। তাই যেটা চালানোর সক্ষমতা আমাদের দেশের আছে সেটা বিদেশিদের কাছে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা অযৌক্তিক সিদ্ধান্ত।
তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া অন্তর্র্বতী সরকারের দায়িত্ব নয় বলে এরইমধ্যে জানিয়েছেন। আবার হেফাজতে ইসলাম, গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলাম, সমমনা ১২ দলসহ বিভিন্ন সংগঠনও বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানিকে দেওয়ার ব্যাপারে প্রতিবাদও জানিয়েছে। তাহলে দেশের সব রাজনৈতিক দল, জুলাইয়ের সব স্টেকহোল্ডারদের সঙ্গে কথা না বলে সরকার কিভাবে এমন সাংঘর্ষিক ও অযৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে? এমন সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। সিদ্ধান্ত থেকে সরে না আসলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও করেন ক্ষুব্ধ নেতারা।
চট্টগ্রাম সুরক্ষা কমিটির আহ্বায়ক বিপ্লব পার্থের সভাপতিত্বে এতে বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি ঢাকার আহ্বায়ক এমএ হাশেম রাজু, বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা হুমায়ুন কবির, বেসরকারি কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা ডা. রাজীব বিশ্বাস, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, সাইদুল ইসলাম রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের উপ-দপ্তর সম্পাদক নাফিজ শাহ, মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজু দাশ, যুবদল নেতা মো. খলিল প্রমুখ।