
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ফার্নিচার মার্কেট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, লোকটি মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক। তিনি প্রায়ই আমাদের কাছ থেকে টাকা-পয়সা নিতেন। রাতে দোকানের সামনে ঘুমাতেন। সকালে চলে যেতেন। তবে তার বাড়ি কোথায় সেটি আমরা জানি না।তিনি বলেন, গতকাল রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠছিলেন না। আজকে সকালে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে জানান। পরে আমি পুলিশকে খবর দিই, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, মৃতের পরিচয় নিশ্চিতে চেষ্টা করছে পুলিশ। এছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।