গোয়ালন্দে একই দিনে শিশুসহ নিহত ৩

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একদিনে শিশুসহ তিনজনের নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ এপ্রিল) উপজেলার পৃথক জায়গায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট এলাকার বাসিন্দা জয়নাল মণ্ডলের ছেলে স্থানীয় এলাইল ফুরকানিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র মো. সিয়াম (১১), গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা মৃত খোরশেদ আলী শেখের ছেলে আক্কাস আলী শেখ (৬৩) ও দৌলতদিয়া ইদ্রিস মিয়ার পাড়া গ্রামের বাসিন্দা মৃত হায়দার প্রামাণিকের ছেলে মোসলেম প্রামাণিক (৬৫)।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শিশু সিয়ামের মাদরাসায় না যাওয়াকে কেন্দ্র করে বাবা-মায়ের ওপর অভিমান করে উপজেলার ছোট ভাকলা চর বরাট জয়নাল মণ্ডলের গোয়ালঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।অপরদিকে গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আক্কাস আলী বাড়ির কোয়েল পাখির ফার্মের দুর্গন্ধ ছড়ানোকে কেন্দ্র করে পাশের বাড়ির লোকজনের সঙ্গে মারামারি থামানোর চেষ্টার সময় ধাক্কা লেগে পড়ে যান। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

এদিকে শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর লঞ্চঘাট এলাকা থেকে দৌলতদিয়া ইদ্রিস পাড়ার বাসিন্দা মোসলেম উদ্দিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ফাঁড়ি। এর আগে ১৮ এপ্রিল সন্ধ্যায় মোসলেম প্রামাণিক দৌলতদিয়া লঞ্চঘাটের অদূরে পদ্মা নদীতে মাছ ধরতে যান। সেদিন তিনি আর বাড়িতে ফেরেননি। ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। পরিবার ও স্থানীয়রা জানান, তিনি এর আগেও দুইবার স্ট্রোক করেছিলেন।

এ ব্যাপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক জানান, জেলে মোসলেম প্রামাণিক আগে থেকেই স্ট্রোকের রোগী ছিলেন এবং তিনি শারীরিকভাবে অসুস্থও ছিলেন। তিনি শুক্রবার মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে নদীতে পড়ে মারা যান। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, শিশু সিয়াম মা-বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে মারা যায়। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ হতে কোনো প্রকার অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর আক্কাস আলী শেখের নিহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।