
সাইফুল ইসলাম:
রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৩ নম্বর গেটের দক্ষিণ পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৫০ বছর। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ দিকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল ময়লাযুক্ত টিশার্ট।
ডিএমপির পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবলু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পাওয়া যায় যে, বঙ্গবন্ধু স্টেডিয়াম এর ৩ নম্বর গেটের দক্ষিণ পাশে অজ্ঞাত পুরুষ অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’এসআই বাবলু রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।