
ক্রীড়া ডেস্ক :
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম যেন অদ্ভুত এক মাঠ। সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেই বোধহয় ভালোবাসে। গতকাল এই মাঠেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান করেছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যা দলীয় সর্বোচ্চের নতুন রেকর্ড।
রাত পোহানোর পর আজ সোমবারও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে হোম অব ক্রিকেট খ্যাত এই স্টেডিয়ামে। তবে এবারে যেন রাতারাতি ব্যাটিং পিচ থেকে টাটকা বোলিং পিচ হয়ে গিয়েছে শের-ই বাংলার মাঠ।
তৃতীয় রাউন্ডের শেষ দিনে মিরপুরে আজ লড়ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ৬৯ রানেই অলআউট হয়ে যায় শাইনপুকুর দল। দলের হয়ে কোনো ব্যাটারই পাননি বড় রানের দেখা। সর্বোচ্চ মইনুল ইসলাম তন্ময় করেন ১৮ রান। রূপগঞ্জের হয়ে এদিন সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা এবং তানভীর ইসলাম। এছাড়া ২টি উইকেট নেন শেখ মেহেদী হাসান। রাত পোহানোর পর আজ সোমবারও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে হোম অব ক্রিকেট খ্যাত এই স্টেডিয়ামে। তবে এবারে যেন রাতারাতি ব্যাটিং পিচ থেকে টাটকা বোলিং পিচ হয়ে গিয়েছে শের-ই বাংলার মাঠ।
তৃতীয় রাউন্ডের শেষ দিনে মিরপুরে আজ লড়ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ৬৯ রানেই অলআউট হয়ে যায় শাইনপুকুর দল। দলের হয়ে কোনো ব্যাটারই পাননি বড় রানের দেখা। সর্বোচ্চ মইনুল ইসলাম তন্ময় করেন ১৮ রান। রূপগঞ্জের হয়ে এদিন সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা এবং তানভীর ইসলাম। এছাড়া ২টি উইকেট নেন শেখ মেহেদী হাসান।