গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট সন্তোষজনক নয়

সেমিনারে বক্তারা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

গণমাধ্যম সংস্কার কমিশনে স্টেক হোল্ডারদের রাখা হয়নি। তারা যে রিপোর্ট দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। গণমাধ্যমের স্বাধীনতা নিরঙ্কুশ, সেটা আমরা চাই। গত ১৬ বছর গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না। বর্তমান সরকারের আমলে যেন সেটা না হয়।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে শফিকুল কবির মিলনায়তনে ‘গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা পুলিশ বিভাগ, বিচার বিভাগ ও গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে। এতে গণমাধ্যমের ইমেজের ক্ষতি হয়েছে, গণমাধ্যম বিশ্বাষযোগ্যতা হারিয়েছে। এই সম্মান ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই করতে হবে।

তিনি বলেন, গণমাধ্যম চতুর্থ স্তম্ভ হতে পারেনি। চতুর্থ স্তম্ভ দাবি করা আগে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার জন্য একতাবদ্ধ হতে হবে। আগামীতে যে সরকার আসবে সেই সরকার যদি এই সংস্কার না মানে তাহলে আমরা কী করবো সেই পরিকল্পনা করার আহ্বান জানান তিনি।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের চেয়াম্যান এম আব্দুল্লাহ বলেন, সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে তা নিয়ে সাংবাদিক সংগঠনগুলো সুনির্দিষ্ট প্রস্তাব দিচ্ছে না। আমরা নির্লিপ্ত ভূমিকা পালন করছি। কিন্তু এখানে প্রস্তাব দেওয়ার সুযোগ রয়েছে। কমিশন যে রিপোর্ট দিয়েছে সেটা চূড়ান্ত হয়ে গেলে সরকার তা বাস্তবায়ন করবে। কিন্তু তখন আন্দোলন করলে এটা সহসাই পরিবর্তন করা যাবে না। সংস্কার কমিশনের রিপোর্টের ওপর সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।

ডিআরইউ সহসভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিয়া হোসেন।

সেমিনারে বক্তব্য রাখেন ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, বিএফইউজে’র সাবেক কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, আসিফ শওকত কল্লোল, বাসসের শেখ দিদারুল আলম প্রমুখ।