গণঅধিকার পরিষদের জেলা কমিটির আহ্বায়ক হলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:

 

গত বছরের ২৯ মে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন নওগাঁর রাণীনগর উপজেলা আ’লীগের সদস্য মো. গোলাম রাব্বানী।

সেই নির্বাচনে গোলাম রাব্বানী মাত্র ২ হাজার ৭২৪ টি ভোট পেয়ে জামানত হারান। সেই গোলাম রাব্বানী বর্তমানে ভিপি নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদের (জিওপি) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক। বর্তমানে নওগাঁ শহরের বিভিন্ন দেয়ালে গণঅধিকার পরিষদের প্রতীক ট্রাক ও ভিপি নুরুল হক নুরের ছবিসহ নতুন বছরের রঙ্গিন শুভেচ্ছা পোস্টার সাঁটিয়েছেন গোলাম রাব্বানী। গতবছরের ৫আগস্টে ছাত্র-জনতা আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত অর্থের বিনিময়ে নিজের খোলস পাল্টিয়ে গোলাম রাব্বানী গণঅধিকার পরিষদের আহ্বায়ক হয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. গোলাম রাব্বানীর বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা (তালিকাভুক্ত) আলহাজ্ব আজিজার রহমান বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং একডালা ইউনিয়ন শাখার সহ-সভাপতি ছিলেন। এই রাজনীতি করতে গিয়ে ৫বার নির্বাচিত জনপ্রিয় একডালা ইউপি চেয়ারম্যান রাব্বানীর বড় চাচা বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেনকে ২০০৪ সালে সর্বহারা নামক সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দিনে-দুপুরে গলা কেটে নির্মম ভাবে হত্যা করে। ২০০৩ সালে সর্বহারা নামক গলা কাটা সন্ত্রাসী দলের দৌরাত্ম্য বেড়ে গেলে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি ফ্রান্স দেশে চলে যান।

এরপর ২০১৮ সালে দেশে ফেরার পর থেকে আওয়ামীলীগের সাথে সক্রিয় ভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। নিজেকে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে প্রচার করে নিজের স্থান পাকাপোক্ত করতে উপজেলা আ’লীগের কমিটিতে নিজের সদস্য পদ বাগিয়ে নেন।

মো. গোলাম রাব্বানীর কাছে বিষয়টির সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ২০২১সাল থেকে তিনি গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু তখন গণঅধিকার পরিষদের নিবন্ধন না থাকার কারণে প্রকাশ্যে কিছু করতে পারেননি। উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন না মর্মে তিনি বিভিন্ন সময় তৎকালীন স্থানীয় এমপিদের রোষানল থেকে বাঁচতেই মূলত আ’লীগের তোকমা লাগিয়ে চলেছেন বলে জানান।