
খুলনায় প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলায় তিন চাকার যান মাহেন্দ্র ও তেলবাহী লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার গোলনা এলাকায় ডুমুরিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, তেলবাহী লরিটি খুলনা থেকে চুকনগর যাচ্ছিল। আর চুকনগর থেকে খুলনায় যাচ্ছিল মাহিন্দ্রটি। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা জানান, হতাহতদের পরিচয় জানতে কাজ চলছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।