কেন মেট গালায় দেখা মেলে না ঐশ্বরিয়ার?

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মে ৪, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার নিউইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়ামে বসে তারা মেলা। কারণ ফ্যাশনের অস্কারখ্যাত মেট গালার আসর বসে সে রাতে। বিশ্বজুড়ে যত ফ্যাশনপ্রেমী আছে, তারা মুখিয়ে থাকে মেট গালার লাল গালিচায় একবার হাঁটার জন্য।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতীয় উপমহাদেশ থেকেও মেট গালায় প্রতি বছর অংশ নেন অনেক তারকা। আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে ইশা আম্বানি, সবাই থাকেন সেখানে। কিন্তু অবাক করা ব্যপার হলেও সত্যি, বলিউডের সবথেকে লাস্যময়ী নারী বলা হয় যাকে, সেই ঐশ্বরিয়া রাই বচ্চন আজ পর্যন্ত কোনোদিন মেট গালায় হাঁটেননি। কিন্তু কেন মেট গালায় এই ফ্যাশন কুইনকে দেখা যায় না?

অ্যাশকে মেট গালায় কেন দেখা যায় না, তার পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রথমত মেট গালায় চাইলেই অংশগ্রহণ করা যায় না। এর জন্য লাগে মেট গালার আয়োজকদের আমন্ত্রণ। এখন ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন গ্লোবাল আইকন মেট গালায় আমন্ত্রণ পাবেন না, এটা হতেই পারে না। হয়তো তিনি আমন্ত্রণ পেলেও মেট গালায় আসেন না।

এখানে আরও একটা কারণ থাকতে পারে আর তা হলো কান ফিল্ম ফেস্ট আর মেট গালার একই সময়ে অনুষ্ঠিত হওয়া। দীর্ঘ একটা সময় ধরে কানে ঐশ্বরিয়ার নজরকাড়া উপস্থিতি লক্ষ্য করছে ফ্যাশনপ্রেমীরা। কসমেটিকস ব্র্যান্ড লরিয়েল প্যারিসের হয়ে কানের ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেট মাতান তিনি। কান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয় মে মাসের মাঝামাঝি সময় আর মেট গালা মে মাসের প্রথম সপ্তাহে। যেহেতু কানের জন্য অনেক বেশ প্রস্তুতির দরকার হয় তাই অনেক তারকাই চান না পরপর দুটি বড় ইভেন্ট একসঙ্গে রাখতে।

আবার গ্লোবাল আইকন হলেও বচ্চন পরিবারের বধু ইন্টারন্যাশনাল ইভেন্টের চেয়ে ভারতীয় ইভেন্টকেই প্রধান্য দেন বেশি। আবার ইন্টারন্যাশনাল ইভেন্টের মধ্যে চ্যারিটি ইভেন্টগুলোর দিকে অ্যাশের নজর বেশি থাকে। তাই হয়তো মেট গালায় দেখা মেলে না এই বিশ্বসুন্দরীর।