কিহাক সাংয়ের সম্মাননায় কেইপিজেডে আনন্দের ঢেউ

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) স্বপ্নদ্রষ্টা কিহাক সাংয়ের সম্মান সূচক নাগরিকত্ব লাভে দারুণ উদ্বেলিত এই ইপিজেডের ৩০ হাজার শ্রমিক।

বাংলাদেশে এককভাবে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী কিহাক সাংকে অনারারি সিটিজেনশিপ ঘোষণার পর চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কেইপিজেডের ৩০ হাজার শ্রমিক-কর্মচারীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নদীর ওপারে বইছে আনন্দ ঢেউ।

একইদিনে কেইপিজেড কর্তৃপক্ষের কাছে ২ হাজার ৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা অনুযায়ী এ দলিল হস্তান্তর হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এই দলিল হস্তান্তরের মাধ্যমে প্রায় দুই যুগ ধরে চলতে থাকা কেইপিজেড অধিগ্রহণকৃত জমি সংক্রান্ত জটিলতা মাত্র ২ মাসের মধ্যে নিরসন হয়েছে। এর ফলে কোরিয়ান ইপিজেডে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম জেলায় দুই লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এদিকে কেইপিজেডের প্রতিষ্ঠাতা কিহাক সাং-এর সম্মান সূচক নাগরিকত্ব পাওয়ার বিষয়টি বিদেশি বিনিয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেইপিজেডের উপ-ব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, দেশের নাগরিক না হয়েও একজন বিদেশি বিনিয়োগকারীকে সম্মানিত নাগরিক মর্যাদা দেওয়ায় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়া সকল বিদেশি বিনিয়োগকারীদের মাঝে উৎসাহ যোগাবে। সিও স্যারের এই অর্জনে কেইপিজেডের সকল শ্রমিক-কর্মচারী খুবই আনন্দিত।

কেইপিজেডের মোহাম্মদ শাহেদ নামের এক কর্মচারী বলেন, যিনি একজন বিদেশি হয়েও সর্বোচ্চ বিনিয়োগ করে বাংলাদেশের হাজার হাজার মানুষ ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, তিনি অবশ্যই সম্মানিত নাগরিক মর্যাদা পাওয়ার যোগ্য। এতে আমরা খুবই আনন্দিত।

কেইপিজেডে কর্মরত জয়নাল আবেদীন নামের এক কর্মচারী বলেন, কিহাক সাং বিনিয়োগের কারণে কেইপিজেডে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি সকল শ্রমিক ও তাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণের জন্য হাসপাতালসহ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে। কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার একজন যোগ্য ব্যক্তিকে তার প্রাপ্ত সমান দিতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত বাংলাদেশের শিল্প খাতের বিকাশ ও বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেডে) পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। চলমান বিনিয়োগ সম্মেলনে তাকে এই সম্মাননা দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।