কাঁঠালিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:

 

ঝালকাঠির কাঁঠালিয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে লাবিব (২) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের প্রবাসী জুয়েল জমাদ্দারের ছেলে।

আজ শুক্রবার বিকেলে দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের দাদা সাবেক সেনা সদস্য ফজলুল হক জমাদ্দার জানান, মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায় লাবিব। শুক্রবার দুপুরে গোসল করিয়ে লাবিবকে ঘরে রেখে গোসল করতে যায় লাবিবের মা কেয়া আক্তার। ঘরে ফিরে লাবিবকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া যাচ্ছিল না। বিকেলে বাড়ির সামনের খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।