এমবাপ্পের হ্যাটট্রিক, সিটিকে বিদায় করে শেষ ষোলোয় রিয়াল

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সামনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ—এমনটাই বলেছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত তার সেই শঙ্কাই সত্যি হলো। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলের জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে হেরে ইউরোপের সেরা মঞ্চ থেকে ছিটকে গেল সিটি।

বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে প্লে-অফের দ্বিতীয় লেগে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। নিজেদের অর্ধ থেকে রাউল অ্যাসেনসিওর বাড়ানো পাসে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এমবাপ্পে গোলরক্ষক এডারসনের মাথার ওপর দিয়ে বল পাঠান জালে। গোল হজমের ধাক্কা সামলানোর আগেই আরও বড় ধাক্কা খায় সিটি। ম্যাচের অষ্টম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার জন স্টোনস। তার পরিবর্তে নামানো হয় নাথান আকেকে, যা মানসিকভাবে পিছিয়ে দেয় সফরকারীদের।

১৫ মিনিটে বেলিংহ্যামের ফ্লিকে একবার গোলের সুযোগ পেয়েছিল রিয়াল, তবে তা লক্ষ্যে থাকেনি। ২৯ মিনিটে এমবাপ্পেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে ৩৩ মিনিটে আর ভুল করেননি তিনি। দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পরও ম্যাচের লাগাম ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ৬১ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে, চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে যা তার তৃতীয় হ্যাটট্রিক। ২০১৬-১৭ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এটি তার ২৪তম গোল, যা এই সময়ে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।

৭৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক শট ঝাঁপিয়ে ঠেকান এডারসন। ম্যাচের অন্তিম সময়ে ম্যানচেস্টার সিটির হয়ে একমাত্র গোলটি করেন নিকো গঞ্জালেজ, যা ইউরোপীয় আসরে তার প্রথম গোল। তবে সেটি কেবল ব্যবধান কমানোর কাজই করেছে।