এনবিআর বিলুপ্তির প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চলমান কলমবিরতি

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

সেলিনা আক্তার:

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কলমবিরতি পালন করছেন কর, শুল্ক ও ভ্যাট বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন কর অঞ্চল, ভ্যাট ও কাস্টমস অফিসে একযোগে এই কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এ কর্মসূচি চলছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে, যেখানে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তারা একত্রিত হয়ে আন্দোলনে অংশ নিচ্ছেন। পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাতে আজই বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সূত্র জানায়, ঢাকার এনবিআর সদর দপ্তর ছাড়াও বেনাপোল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন কাস্টমস, ভ্যাট ও কর কার্যালয়ে কর্মকর্তারা কলমবিরতিতে অংশ নিয়েছেন। এতে এসব দপ্তরে কর-শুল্কসংশ্লিষ্ট সেবা কার্যত বন্ধ রয়েছে।

গত মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। ওই সময়েও কাজকর্মে স্থবিরতা দেখা দেয়। তৃতীয় ও শেষ দিনের কর্মসূচি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

তবে আন্দোলনের মধ্যেও আন্তর্জাতিক যাত্রীসেবা, বাজেট কার্যক্রম এবং রপ্তানিসংক্রান্ত কাজগুলো অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, গত সোমবার রাতে সরকার একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত ঘোষণা করে। এর পরিবর্তে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই এনবিআর কর্মকর্তারা কর্মসূচি পালন করছেন।