এখনো ভিসা হয়নি ৪ হাজার ৩৬৫ হজযাত্রীর

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮২ হাজার ৭৩৫ জন হজযাত্রীর ভিসা হয়েছে। তবে এখনো ভিসা হয়নি ৪ হাজার ৩৬৫ হজযাত্রীর।

মঙ্গলবার (৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫ হাজার ২০০। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৮১ হাজার ৯০০। সবমিলিয়ে ৮৭ হাজার ১০০।

সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৬৭১ জন হজযাত্রীর ভিসা হয়েছে৷ মোট ৮২ হাজার ৭৩৫ হজযাত্রীর ভিসা হয়েছে। কিন্তু এখনো ভিসা হয়নি ৪ হাজার ৩৬৫ হজযাত্রীর।