এক ঘণ্টা লাঠিচার্জেও দমানো যায়নি, এবার কাঁদানে গ্যাস

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

এক ঘণ্টারও বেশি সময় ধরে লাঠিচার্জ, জলকামান এবং বলপ্রয়োগ করেও শাহবাগে আন্দোলনকারীদের দমাতে পারেনি পুলিশ। সবশেষ বাধ্য হয়ে এবার কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটের দিকে পরপর বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়া হয়েছেএ সময় আন্দোলনকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘পুলিশের হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, যাবে না’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

এ সময় আন্দোলনকারীদের ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘পুলিশের হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, যাবে না’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।