উল্টো পথে আসা ওসির গাড়ি না দেখায় চালক ও সহকারীকে মারধর
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় উল্টো পথে আসা ওসিকে বহনকারী গাড়ি না দেখায় বেসরকারি কুরিয়ার সার্ভিস পাঠাওয়ের এক ট্রাক চালক ও তার সহকারীকে রাস্তায় মারধর করে থানায় নিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে নিউ মার্কেট থানার ওসি মোহসীন উদ্দিনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গাড়িচালক মিলন ও সহকারী সাকিব, বর্তমানে থানায় আটক রয়েছেন বলে জানা গেছে।পাঠাও অফিস সূত্রে জানা গেছে, হাজারীবাগে পাঠাও কুরিয়ারের ওয়ার হাউজ থেকে সিলেটের উদ্দেশ্যে গাড়িটি যাত্রা করে। পথে নিউ মার্কেট থানার সায়েন্সল্যাব এলাকায় উল্টো পথে আসা ওসির গাড়ি না দেখায় চালককে মারধর ও থানায় নিয়ে আটকে রাখা হয়।থানায় আটক গাড়ির ড্যাশ বোর্ডের ক্যামেরায় দেখা যায়, রাত ২টা ১ মিনিটে সায়েন্সল্যাব মোড়ে হঠাৎ নিউমার্কেট থানার ওসিকে বহনকারী গাড়িটে উল্টো লেনে প্রবেশ করে। এর কয়েক সেকেন্ড আগে বড় কয়েকটি লরির পেছনে থাকা পাঠাও কুরিয়ারের গাড়িটি সড়কে বামে চেপে যেতেই ওসির গাড়ি সামনে চলে আসে। ৩০ কিলোমিটার গতিতে থাকা গাড়িটি থামাতে চালক হার্ড ব্রেক করেন। এ সময় চালককে বলতে শোনা যায়, স্যার আপনার গাড়ি তো উল্টো পথে এসেছে। আমি ট্রাকের পেছনে থাকায় দেখিনি। আমার ভুল হয়েছে, সরি।
কিন্তু ওসি মোহসীন গাড়ি থেকে নেমে চালককে মারধর ও গালাগালি করতে থাকেন। পুলিশের গাড়ি না দেখার অপরাধে তাকে ঘটনাস্থলে মারধর ও গাড়ি আটক করেন। পরবর্তীতে গাড়িসহ চালক এবং চালকের সহকারীকে রাত ৩টার দিকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয় জানার পরে চালকের অন্যায় আছে কি না যাচাই করেছে পাঠাও কর্তৃপক্ষ।
পাঠাওয়ের এক কর্মকর্তা জানান, গাড়িতে থাকা ক্যামেরায় তারা চালকের কোনো অন্যায় দেখেননি। মাত্র ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতির মধ্যে গাড়ি চালাচ্ছিলেন চালক। বরং উল্টো পথে আসা ওসি তাকে অন্যায়ভাবে মারধর ও থানায় নিয়ে আটকে রেখেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে নিয়ে থানায় বৈঠক হয়েছে। পাঠাও কর্তৃপক্ষ আসছিল, মীমাংসা হয়েছে। গাড়ি ও চালক সহকারীকে পাঠাও কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি বলেন, ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযানের মধ্যে পাঠাওয়ের ওই গাড়ীটি থানার গাড়ির সামনে আসে। পরে থানায় আসতে বলা হয়েছিল। বকাঝকা করেছি, তবে মারধরের বিষয়টি অস্বীকার করে ওসি বলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল, সমাধান হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ ঢাকা পোস্টক বলেন, ঘটনাটি আমরাও শুনেছি। আমাদের ডিসি স্যার এই বিষয়টি অবগত। ডিসি স্যার নির্দেশে আটকদের দ্রুত ছেড়ে দেওয়া হয়েছে।