
বিনোদন ডেস্ক:
একদিন আগেও ছিল ভিন্ন চিত্র। কিন্তু চিত্র পাল্টে গেল মঙ্গলবার দিবাগত রাতে। ফ্রান্সের সাগর তীরের কান শহরের‘পালে দে ফেস্টিভ্যাল’হয়ে উঠল বিশ্ব তারকাদের মিলনস্থল।
বিশেষ সম্মাননা: রবার্ট ডি নিরো-কে অনারারি পাল্ম দ’অর প্রদান করেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
উৎসবের প্রথম দিনই হাজির হয়েছেন হ্যালি বেরি। তার সিম্পল সাজ নজর কেড়েছে সবার।
ফ্যাশনে বরাবরের মতো এবারও বেলা হাদিদ ছিলেন অনন্য
জান উৎসবের জুড়ি বোর্ডের সভাপতি জুলিয়েট বিনোশ ও অন্যরা।