
সেলিনা আক্তার:
মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা এফজেড ২৫ অবশেষে বাংলাদেশের বাজারে সরবরাহ শুরু করেছে। গত ১১ই এপ্রিল রাজধানী ঢাকায় এক জমকালো লঞ্চিং অনুষ্ঠানে এসিআই মটরস, ইয়ামাহার টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার, এই বহুল প্রতীক্ষিত মডেলটি আনার ঘোষণা দেয়। এরপরই শুরু হয় অনলাইন প্রি-বুকিং, যেখানে গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।
রোববার রাজধানী ঢাকাসহ সারাদেশে আনুষ্ঠানিকভাবে ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ শুরু হয়েছে। ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে এক বিশেষ ডেলিভারি সেলিব্রেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসিআই মটরসের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস উপস্থিত ছিলেন এবং তিনি ভাগ্যবান গ্রাহকদের হাতে নতুন এফজেড ২৫ এর চাবি তুলে দেন।
নতুন বাইক হাতে পাওয়ার আনন্দে ক্রেতাদের মধ্যে দেখা গেছে বাঁধভাঙা উৎসাহ ও উদ্দীপনা।
এই মডেলটি বাজারে আসার পর থেকেই মোটরসাইকেল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছিল এবং প্রি-বুকিংয়ের অভাবনীয় সাড়া তারই প্রমাণ। এসিআই মটরসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দ্রুততম সময়ে সকল প্রি-বুকিংকারী গ্রাহকদের কাছে বাইকটি পৌঁছে দিতে বদ্ধপরিকর।
ইয়ামাহা এফজেড ২৫ এর সরবরাহ শুরু হওয়ার ঘটনা বাংলাদেশের মোটরসাইকেল বাজারে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অত্যাধুনিক ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের এই বাইকটি তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করবে বলে আশা করা যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি