ইয়ামালের যে শট থামিয়ে ইন্টারের নায়ক সোমের

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

সান সিরোর রাতটা যেন লিখে রাখা ছিল একের পর এক নাটকীয় দৃশ্যের জন্য। যেই নাটকে শেষ দৃশ্যে উঠে এলেন সুইস গোলরক্ষক ইয়ান সোমের। বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামালের নিশ্চিত এক গোল ঠেকিয়ে রূপকথার পথে নায়ক হয়ে উঠলেন অভিজ্ঞ এই গোলকিপার।

ম্যাচের ১১৪ মিনিট, অতিরিক্ত সময় চলছে। বাঁ দিক দিয়ে কেটে ঢুকে বক্সে নেওয়া ইয়ামালের বাঁকানো শটটা যাচ্ছিল ঠিকবারের দিকেই, গোল নিশ্চিৎ বলেই মনে হচ্ছিল। কিন্তু সেই মুহূর্তেই বলের সামনে ঝাঁপিয়ে পড়েন সোমের। আঙুলের ডগায় বল ছুঁয়ে পোস্টের বাইরে পাঠিয়ে দেন তিনি, যেন সময়কে থামিয়ে দেওয়া এক ‘বিশেষ সেভ’। পরে সোমের নিজেই বলেছেন, ‘এই সেভটা আমার জন্য অনেক স্পেশাল। ওর (ইয়ামালের) শটটা ঠেকানো দরকার ছিল।’

ঠিক এই সেভ দিয়েই পাল্টে যায় ম্যাচের মোড়। এরপর অতিরিক্ত সময়ের ৯৯ মিনিটে ডেভিদে ফ্রাত্তেসির গোলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে ফেলে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করে ফাইনালের টিকিট।

সোমের ম্যাচে করেন সাতটি দুর্দান্ত সেভ। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটিই ছিল ইয়ামালের ওই শটটি ঠেকানো। তার ওই প্রতিরোধ না থাকলে ফাইনালে পৌঁছানো হয়তো সম্ভব হতো না ইন্টারের জন্য। গতকাল রাতে সব মিলিয়ে ৯টি শট নেন ইয়ামাল। যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে, কিন্তু কোনোটিই সোমেরের গড়ে তোলা ‘চীনের প্রাচীর’কে টপকাতে পারেনি। শুধু এই ম্যাচেই নয়, প্রথম লেগেও ইন্টারের গোলবারের সামনে অটল প্রহরীর মত ছিলেন সোমের। দুই লেগ মিলিয়ে এই সুইস গোলরক্ষকের সেইভ ১৪টি!

ম্যাচের পরে কোচ সিমোনে ইনজাঘি বলেন, ‘এটা ছিল এক অবিশ্বাস্য রাত। বার্সেলোনা দুর্দান্ত দল, কিন্তু আমরা কখনো হাল ছাড়িনি। দলের আত্মবিশ্বাসই আমাদের এগিয়ে দিয়েছে।’

প্রথম লেগের ৩-৩ ড্রয়ের পর ফিরতি লেগেও সমানে-সমান লড়াই। ইন্টার প্রথমে ২-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু বার্সা সমতায় ফেরে। ৮৭ মিনিটে রাফিনিয়ার গোলে ৩-২ তে এগিয়ে যায় বার্সা। ঠিক যখন কাতালানরা ভাবছিল, ফাইনাল নিশ্চিত, তখনই আচেরবির গোলে আবার সমতা, আর অতিরিক্ত সময়ে ফ্রাত্তেসির শেষ আঘাত।

৩১ মে, মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইন্টার অপেক্ষা করছে আর্সেনাল বা পিএসজির বিরুদ্ধে। ইয়ান সোমের জানিয়ে দিয়েছেন, তার দল প্রস্তুত। আর সান সিরোর সেই ঐতিহাসিক রাত? তা স্মরণীয় হয়ে থাকবে ইন্টারের ইতিহাসে।