আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

সেলিনা আক্তার:
আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থাপনায় নিরাপত্তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানের প্রবেশপথ, আইটি রুমসহ অন্যান্য স্থানে সিসি ক্যামেরা রেখে ফুটেজ সংরক্ষণের কথা বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়, ‘ফাইন্যান্স কোম্পানির স্থাপনার (প্রধান কার্যালয়, শাখা, ব্যবসা কেন্দ্র, বুথ, নিজস্ব বা ভাড়া করা ভবনের প্রবেশ পথে, অভ্যন্তরে, স্থাপনার বাইরে চতুর্দিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসি টিভি ক্যামেরা স্থাপন করতে হবে।’
‘এছাড়া স্থাপিত বা স্থাপিতব্য সিসি টিভি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে।’
নির্দেশনায় আরও বলা হয়, ‘সিসি টিভি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ যাতে প্রয়োজনে নিকটস্থ থানা বা পুলিশ পেতে পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ ন্যূনতম এক বছর সংরক্ষণ করতে হবে।’