‌‘আম’ প্রতীকের শেষ শুনানি রোববার

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ এক দশক পর আবার ‘আম’ প্রতীক নিয়ে বিতর্ক তুঙ্গে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)। দলটির প্রতীক নিজের বলে দাবি করছেন বহিষ্কৃত নেতা ফরিদুজ্জামান ফরহাদ। প্রতীক নিয়ে বিবাদের কারণে দুই পক্ষের শুনানি করারও উদ্যোগ নেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এমন উদ্যোগের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৬ মার্চ) ইসির শুনানিতে অংশ নিয়ে এনপিপি (নিলু) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুও নিজের বক্তব্য তুলে ধরেন।

শুনানিতে অংশ নেওয়ার পর শেখ ছালাউদ্দিন ছালু সাংবাদিকদের বলেন, ইসির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে এখনও আমার নামই আছে। কমিশন বলেছে, তারা তো একটি আবেদন দিয়েছে। এটি খণ্ডন করে আপনি একটি চিঠি দেন। তারপর যাচাই করে সিদ্ধান্ত জানাব।

এদিকে রোববার (৯ মার্চ) ফরিদুজ্জামান ফরহাদকে শুনানির জন্য ডেকেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, জাতীয় পার্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ২০০৭ সালের ১৯ জুলাই এনপিপির আত্মপ্রকাশ ঘটে। এরপর আবেদনের ভিত্তিতে ২০০৮ সালে ‘আম’ প্রতীকে দলটিকে নিবন্ধন দেয় কমিশন।

২০১৪ সালের ১৬ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তৎকালীন মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদকে মহাসচিব পদ থেকে বহিষ্কার করে দলটি। তার বিরুদ্ধে তারেক রহমানের পক্ষে পোস্টারে প্রচার চালানোর অভিযোগ আনা হয়। এর বছর খানেক পর ২০১৫ সালের ডিসেম্বরে ফরিদুজ্জামান ফরহাদ ইসির কাছে ‘আম’ প্রতীকটি নিজেদের বলে দাবি করেন। পরে ২০১৬ সালের মে মাসে শুনানি করে নিলুর হাতেই ‘আম’ প্রতীক তুলে দেয় ইসি।

এর মাঝে নিলু মারা গেলে দলটির চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ছালাউদ্দিন ছালু।