আনিস-সালমানসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে রাজধানীর দুইটি থানার পৃথক মামলায় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

এই মামলায় গ্রেপ্তার দেখানো বাকি দুইজন হলেন- সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (১৯ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম এম.এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, কদমতলীর মিরাজনগরে মাসুদ নামে এক ব্যক্তির হত্যার ঘটনায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান।

আর শাহবাগ এলাকায় মনির নামে এক ব্যক্তির হত্যার ঘটনায় কামরুল এবং দীপু মনিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক।

আদালত আসামিদের উপস্থিতিতে এই দুই হত্যা মামলার শুনানি হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই কদমতলীর মিরাজনগরের আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষণ করা হয়। সন্ধ্যা সাতটার দিকে গুলিবিদ্ধ হন মাসুদ। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় তার স্ত্রী হেনা বেগম ৪ সেপ্টেম্বর কদমতলী থানায় শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চৌরাস্তায় আন্দোলনকারীরা অবস্থান নিলে সেখানে গুলিবর্ষণ করা হয়। এসময় গুলিতে মনির নিহত হন।

এ ঘটনায় তার স্ত্রী রুজিনা আক্তার গত ১৪ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫১ জনের নামে আদালতে মামলা করেন।