আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে গরু জবাই করে খাওয়ালেন ‘শিশু বক্তা’ রফিকুল

নেত্রকোনা প্রতিনিধি:
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে নেত্রকোনার পূর্বধলায় গরু জবাই করে ভূড়িভোজের আয়োজন করেছেন ইসলামী বক্তা (শিশু বক্তাখ্যাত) মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
রোববার (১১ মে) বিকেলে তার নিজ গ্রাম উপজেলার লেটিরকান্দা গ্রামে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে তিনি নিজেই এ গরু জবাই করেন। এরপর গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে তা এলাকাবাসীকে খাওয়ান।
গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর রফিকুল ইসলাম মাদানী তার ফেসবুক পেইজে লিখেন, ৫ মে রাতে নিরীহ হেফাজত কর্মীদের উপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদযাপন করে। সকলের প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদযাপন করি। আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি, ইনশাআল্লাহ।
পরে রোববার ঘোষণা অনুযায়ী তার মাদ্রাসার সামনে তিনি গরু জবাই করেন। এরপর গরুর মাংস কেটে রান্না করা হয় বিরিয়ানি। মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর জন্য রোববার সন্ধ্যার পর ভূড়িভোজের আয়োজন করা হয় স্থানীয় একটি মাদ্রাসায়।
রফিকুল ইসলাম মাদানী বলেন, সরকার খুনী আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছে। আমরা চাই এই ফ্যাসিস্টকে আইনিভাবে যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত নিষিদ্ধ করা হয়। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য সরকারকে তিনি ধন্যবাদ জানান।