অভিভূত শাহরুখ, কাকে জানালেন বিশেষ কৃতজ্ঞতা

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

বিনোদন ডেস্ক:

 

বিশ্বজুড়ে আলোচিত ফ্যাশন আয়োজন ‘মেট গালায়’ এবারই প্রথমবারের মতো অংশ নিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। বলিউড তারকাদের মধ্যে এই গালায় অংশগ্রহণ করাটা যেমন বিরল, তেমনি শাহরুখ খানের উপস্থিতি রীতিমতো আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শাহরুখ খান মেট গালায় অংশ নিয়েছেন খ্যাতনামা ভারতীয় ডিজাইনার সাব্যসাচী মুখার্জির পরিধান করা একটি ঐতিহ্যবাহী ও আধুনিকতার ছোঁয়াযুক্ত পোশাকে। অনুষ্ঠান শেষে নিজের অভিজ্ঞতা জানিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় শাহরুখ লেখেন, “ধন্যবাদ সাব্যসাচী, তোমার পুরো দলকে আমাকে মেট গালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এটা হয়তো আমার জগৎ নয়, কিন্তু তোমরা আমাকে এতটা স্বাচ্ছন্দ্যবোধ করিয়েছো। কারণ, তুমিও আমার মতোই, বিশ্বাস করো—স্টাইল আর ফ্যাশন মানে নিজের মতো হওয়া। আর তোমরা সবাই আমাকে সত্যিই একজন ‘কে’ এর মতো অনুভব করিয়েছো!”

 

শাহরুখ খানের ‘কে’ উচ্চারণটি ভক্তদের কাছে তাৎপর্যপূর্ণ—এতে বোঝানো হয়েছে তার ব্র্যান্ড ভ্যালু এবং তারকাখ্যাতির প্রতি এক সম্মানজনক ইঙ্গিত।

মেট গালায় সাব্যসাচীর নকশা করা রাজকীয় পোশাকে রেড কার্পেটে হাঁটেন। তার ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনেও উঠে আসে তার উপস্থিতি।

অনেকেই মনে করছেন, শাহরুখ খানের এই অংশগ্রহণ শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার ফ্যাশন দুনিয়াতেও নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার এই আত্মবিশ্বাস ও ঐতিহ্য মিশ্রিত উপস্থাপন নতুন প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।