অপহরণের শিকার সেই পল্লী চিকিৎসক বগুড়া থেকে উদ্ধার

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

গাইবান্ধা প্রতিনিধি:

 

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে অপহৃত পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে (৩৫) উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে বগুড়ার নিশিন্দারা এলাকায় বগুড়া র‌্যাবের সহযোগিতায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা র‌্যাব-১৩ কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিন।

মামলার বাদী ভুক্তভোগীর ছোটভাই হিরু মিয়া সমকালকে বলেন, বগুড়া নিশিন্দারা এলাকার পুলিশ ব্যাটালিয়ন স্কুলের পাশের একটি বাড়ি থেকে ভাইকে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। তবে কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা বগুড়া থেকে গাইবান্ধা যাচ্ছি।

এর আগে, গত শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকা থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। ভুক্তভোগী তরিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের বাসিন্দা।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার সোমবার সন্ধ্যায় সমকালকে বলেন, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পল্লী চিকিৎসককে বগুড়া সদর এলাকা থেকে উদ্ধার করেছে। বগুড়া থেকে তাকে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় নিয়ে আসা হচ্ছে। তবে কোথা থেকে, কীভাবে উদ্ধার হলো, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ওসি। আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার রাতে ভুক্তভোগীর ছোটভাই হিরু মিয়া সাদুল্লাপুর থানায় আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়াও অভিযোগের কপি গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পেও দাখিল করেন তিনি।