৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে সাততলা বস্তির আগুন

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫


নিজেস্ব প্রতিবেদক:

 

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে।

বুধবার (১২ মার্চ) ভোর ৫টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, রাত ৩টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগে, যা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।